শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব বড়দিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। দিনটি উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মধুপুর গড় এলাকার জলছত্র খ্রীস্ট দেহ ধর্মপল্লী ও পীরগাছা সেন্টপৌল ধর্ম পল্লী, উত্তর মমিনপুরসহ বিভিন্ন উপাসনালয়ে কেকে কাটা, গির্জা করা হয়। শেষে শিশু কিশোরসহ সব বয়সী নারী পুরুষরা বাড়ী বাড়ী গিয়ে কীর্তন পরিবেশন করে।
খ্রীস্টানদের ধর্মপল্লী, উপসনালয় ও বাড়ীঘর সাজানো হয়েছে বর্ণীল সাজে। এছাড়াও ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় জলছত্র খ্রীস্ট দেহ ধর্মপল্লী চার্চে এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় যোগ দেন।
মধুপুরের মমিনপুর,জলছত্র, ইদিলপুর,পীরগাছা, সাইনামারি, ধরাটিসহ বিভিন্ন গ্রামে গ্রামে চলছে পিঠা উৎসব।
ঢাকা/ইবিটাইমস/এসএস






















