জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়ন মধ্য কালমা ২নং ওয়ার্ড আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সে ৩দিন ব্যাপি বার্ষিক তালিমী জলসা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হাই (রঃ) এর স্মৃতি বিজড়িত আল্লামা উজির আহমেদ কমপ্লেক্স এর উদ্যোগে আগামী ২৫, ২৬, ও ২৭ ডিসেম্বর ২০২৫, রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার বাদ ফজর থেকে এ তালীমী জলসা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফরিদউদ্দিন আল আযহারী সভাপতিত্বে ও ব্যাবস্থাপনা কমিটির সদস্য নবাবগঞ্জ পাইলট গালর্স স্কুল এন্ড কলেজর প্রভাষক মুহাম্মদ আহসান উল্লাহ’র সঞ্চালনায় উক্ত তালীমী জলসা মাহফিলে বয়ান পেশ করবেন, দেশবরোণ্য ওলামায়েকেরাম, ইসলামী চিন্তাবিদ এবং পীর মাশায়েখগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক তালীম ও ওয়াজ নসিহত করবেন।
উক্ত তালীমী জলসায় আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের সম্পাদক ও আল-বারাকা ট্যুরস এন্ড ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী এ.এম.এম. কামাল উদ্দীন সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস






















