ভিয়েনা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সখীপুরের ফাইলা পাগলার মেলা বন্ধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা উপজেলা প্রশাসন হতে বন্ধ ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে যেকোনো বড় ধরনের জনসমাগম ও দীর্ঘ মেয়াদি উৎসব বর্জনের আহ্বান জানিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দাড়িয়াপুর গ্রামে ফাইলা পাগলার মাজার প্রাঙ্গনের মাঠে।

অভিযানের নেতৃত্ব দেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা। এসময় তিনি মেলায় বসা দোকান-পাট দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলা ও জনসমাগম বন্ধের নির্দেশ দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন ও সেনা কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা উপজেলা প্রশাসনের পক্ষে সর্ব সাধারণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশে সকলকে জনসমাগম থেকে বিরত থেকে সহযোগিতার আহবান জানান।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার সখীপুর ও বাসাইল উপজেলার সীমান্তবর্তী সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে আধ্যাত্তিক সাধক ফাইলা পাগলার (ফালুচাঁন শাহ) মাজার প্রাঙ্গনে প্রায় শত বছর যাবৎ পৌষ মাসে মাসব্যাপী মেলা বসে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা তাদের মানতকৃত মোরগ, খাঁসি, গরু ও শিরনিসহ বিভিন্নরকম পণ্য সামগ্রী নিয়ে নেচে নেচে ঢোল পিটিয়ে ‘হেল ফাইলা হেল ফাইলা, ফাইলা নাচে না আমি নাচি’ এই শব্দে মুখর করে তোলেন। ২০০৩ সালে মেলায় বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরের ফাইলা পাগলার মেলা বন্ধ ঘোষণা

আপডেটের সময় ০১:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা উপজেলা প্রশাসন হতে বন্ধ ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে যেকোনো বড় ধরনের জনসমাগম ও দীর্ঘ মেয়াদি উৎসব বর্জনের আহ্বান জানিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দাড়িয়াপুর গ্রামে ফাইলা পাগলার মাজার প্রাঙ্গনের মাঠে।

অভিযানের নেতৃত্ব দেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা। এসময় তিনি মেলায় বসা দোকান-পাট দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলা ও জনসমাগম বন্ধের নির্দেশ দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন ও সেনা কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা উপজেলা প্রশাসনের পক্ষে সর্ব সাধারণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশে সকলকে জনসমাগম থেকে বিরত থেকে সহযোগিতার আহবান জানান।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার সখীপুর ও বাসাইল উপজেলার সীমান্তবর্তী সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে আধ্যাত্তিক সাধক ফাইলা পাগলার (ফালুচাঁন শাহ) মাজার প্রাঙ্গনে প্রায় শত বছর যাবৎ পৌষ মাসে মাসব্যাপী মেলা বসে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা তাদের মানতকৃত মোরগ, খাঁসি, গরু ও শিরনিসহ বিভিন্নরকম পণ্য সামগ্রী নিয়ে নেচে নেচে ঢোল পিটিয়ে ‘হেল ফাইলা হেল ফাইলা, ফাইলা নাচে না আমি নাচি’ এই শব্দে মুখর করে তোলেন। ২০০৩ সালে মেলায় বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হন।
ঢাকা/ইবিটাইমস/এসএস