ভিয়েনা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৪১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শাখা ভবনে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক ফজলুল বারি।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল শাখার মাধ্যমে পর্যায়ক্রমে ৭৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

শীতবস্ত্রপ্রাপ্ত এক অসহায় বৃদ্ধা বলেন, “সুন্দর ব্যবস্থাপনায় সম্মানের সঙ্গে শীতের কম্বল পেয়ে আমি খুব আনন্দিত। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ফজলুল বারি বলেন, “প্রতিবছর আর্ত মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আর্থিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।”

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান মো. রিয়াসাত আজিম, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেটের সময় ০১:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শাখা ভবনে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক ফজলুল বারি।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইল শাখার মাধ্যমে পর্যায়ক্রমে ৭৫০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

শীতবস্ত্রপ্রাপ্ত এক অসহায় বৃদ্ধা বলেন, “সুন্দর ব্যবস্থাপনায় সম্মানের সঙ্গে শীতের কম্বল পেয়ে আমি খুব আনন্দিত। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ফজলুল বারি বলেন, “প্রতিবছর আর্ত মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আর্থিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।”

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান মো. রিয়াসাত আজিম, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস