ভিয়েনা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ৫ম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন শুরু হতে যাচ্ছে। নয়ানীগ্রাম পৌর ঈদগাহ ময়দানে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পাকিাস্তান আজাম কাশ্মীর এর তথ্যমন্ত্রী রাসুল সা. এর বংশধর আল্লামা সাইয়েদ আনোয়ার শাহ কাশ্মীরী রাহ. এর সুযোগ্য পৌত্র পীরে কামেল আল্লামা সাইয়্যেদ মাযহার সাঈদ শাহ দা. বা.।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জামিয়া ইসলামিয়া বাহাদুরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক আজিজ দা.বা., ঢাকার মসজিদুন নুর ওয়ারী খতিব ও বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি হাবিবুল্লাহ মিসবাহ দা.বা., ঢাকা মিরপুর-৬ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি ফয়সাল আহমাদ জাকারিয়া দা.বা., ভোলার দৌলতখান মারকায জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান দা.বা., দক্ষিণ আইচা নুরে মদিনা মাদ্রাসার খতিব মাওলানা আবুল কালাম আরেফী দা.বা.।

সম্মেলনে সভাপতিত্ব করবেন লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব ও রসুলবাগ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল আউয়াল দা.বা.। নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির আয়োজকবৃন্দ সকল ধর্মপ্রান মুসমানদেরকে উক্ত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন

আপডেটের সময় ০৩:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ৫ম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন শুরু হতে যাচ্ছে। নয়ানীগ্রাম পৌর ঈদগাহ ময়দানে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পাকিাস্তান আজাম কাশ্মীর এর তথ্যমন্ত্রী রাসুল সা. এর বংশধর আল্লামা সাইয়েদ আনোয়ার শাহ কাশ্মীরী রাহ. এর সুযোগ্য পৌত্র পীরে কামেল আল্লামা সাইয়্যেদ মাযহার সাঈদ শাহ দা. বা.।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জামিয়া ইসলামিয়া বাহাদুরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা তাফাজ্জুল হক আজিজ দা.বা., ঢাকার মসজিদুন নুর ওয়ারী খতিব ও বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি হাবিবুল্লাহ মিসবাহ দা.বা., ঢাকা মিরপুর-৬ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি ফয়সাল আহমাদ জাকারিয়া দা.বা., ভোলার দৌলতখান মারকায জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান দা.বা., দক্ষিণ আইচা নুরে মদিনা মাদ্রাসার খতিব মাওলানা আবুল কালাম আরেফী দা.বা.।

সম্মেলনে সভাপতিত্ব করবেন লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব ও রসুলবাগ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল আউয়াল দা.বা.। নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির আয়োজকবৃন্দ সকল ধর্মপ্রান মুসমানদেরকে উক্ত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস