শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গ্রাম বাংলার ঐতিহ্যের একটি অংশ ঘোড়া দৌড়। এই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চার ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ই ডিসেম্বর মঙ্গলবার বিজয়দিবসের দুপুরে ৮৮তম ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে ও মো. শুভ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ার আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহাম্মেদ মোল্লা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ খান, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের সভাপতি মো. কামাল হোসেন খান, বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহীদ, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিসএস নুরুজ্জামান রানা প্রমুখ।
এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় দাপট, কদম ইত্যাদি ইভেন্টে প্রায় ৫০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।
এসময় নানা বয়সী হাজারো নারী-পুরুষের সমাগমে ঘোড়া দৌড় চূড়ান্ত প্রতিযোগিতাটি উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। শেষে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















