শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু’র নির্বাচনকে ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে নাগরপুর মহিলা কলেজ প্রাঙ্গনে নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন এর সঞ্চালনায়, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন, সদস্য সুরুজ মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
এ সময় নেতাকর্মীদের কথায় স্পষ্ট ভাবে সমস্বরে সকলেই দলীয় প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে ইচ্ছে পোষণ করেন। এ আলোচনায়, নির্বাচনী পদক্ষেপ ও কর্ম প্রনালী, স্বচ্ছতা ও দলীয় সিদ্ধান্ত এবং নীতিমালা এ কর্মী সভায় গুরুত্ব পায়।
ঢাকা/ইবিটাইমস/এসএস























