রোমানিয়ার বর্ডার পুলিশের সহযোগিতায় এক বড় মানবপাচারকারী চক্র ভেঙে দিয়েছে বুলগেরিয়ার আইন-শৃঙ্খলা বাহিনী
ইউরোপ ডেস্কঃ শুক্রবার (২৮ নভেম্বর) ইউরোপের বিভিন্ন দেশের ৬টি ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্র্যান্ট এতথ্য জানিয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মিত অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসাবে কার্যকর তথ্য বিনিময় এবং বেশ কয়েকটি সমন্বয় বৈঠকও করেছে দেশ দুইটি।রোমানিয়া সীমান্ত পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বুলগেরিয়ায় অভিযান পরিচালনার সময় রোমানিয়ার বর্ডার পুলিশ উপস্থিত ছিলেন। বুলগেরিয়ান কর্তৃপক্ষ ২৩ নভেম্বর দেশটির রাজধানী সোফিয়া ও পারনিক অঞ্চলে মানবপাচারে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে তিকে এই অভিযান চালিয়েছে।
এই সময় ১৪টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলগুলো থেকে মোবাইল ফোন, সিম কার্ড, ল্যাপটপ, পরিচয়পত্র, স্টোরেজ ডিভাইস, ক্যামেরা, রেডিও স্টেশন, একটি গ্যাস পিস্তল, নম্বর প্লেট এবং ৫০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ জব্দ করা হয়েছে।তল্লাশির সময় সোফিয়ার দুইটি ঠিকানায় সিরিয়া, ইরান ও ইরাকের ২৫ জন অনিয়মিত অভিবাসীকে পাওয়া গেছে।
তদন্তে জানা গেছে, নেটওয়ার্কটি তুরস্ক থেকে বুলগেরিয়ায় সীমান্ত পাড়ি দিতে অভিবাসীদের সহযোগিতা দিয়ে আসছিলো। এরপর অভিবাসীদের সোফিয়ার বিভিন্ন ভাড়া করা বাসায় অস্থায়ীভাবে রাখা হতো। পরে চক্রের সদস্যরা ভারী পণ্যবাহী ট্রাকে বিশেষ কৌশলে তৈরি গোপনকক্ষে অভিবাসীদের তুলে ইউরোপের অন্যান্য দেশে পাচার করত।
অভিযানে চার সিরীয় এবং চার বুলগেরীয়কে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয় এবং পরে আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোমানিয়ার বর্ডার পুলিশ অভিযানের প্রস্তুতি পর্ব থেকেই বুলগেরিয়াকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আসছিল। বুলগেরিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি মাঠে থেকেও সহায়তা করে তারা।
অভিযানটি পরিচালনা করে সোফিয়ার জেনারেল প্রসিকিউটরস অফিস। এতে বুলগেরিয়ার বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে অর্গানাইজড ক্রাইম কন্ট্রোল ডিরেক্টরেট, ন্যাশনাল পুলিশ, বর্ডার পুলিশ, সোফিয়া রিজিওনাল ইনটেরনাল ডিরেক্টরেট এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইউরোপোল ও সেলেক অংশ নিয়েছে।
এই অভিযানের মধ্য দিয়ে রোমানিয়ার বর্ডার পুলিশ ইউরোপীয় ইউনিয়নের বাহ্যিক সীমান্ত সুরক্ষায় এবং অনিয়মিত অভিবাসনবিরোধী আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করেছে বলে জানিয়েছে বুখারেস্ট।
ইউরোপে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞরা দেশে রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া ও ক্রোয়শিয়া এর মুখরোচক
এবং লোভনীয় বিজ্ঞাপন দেখে অনিয়মিতভাবে আসার ব্যাপারে সতর্ক করেছেন।
কবির আহমেদ/ইবিটাইমস





















