ভিয়েনা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনা হবে -ট্রাম্পের সঙ্গে বৈঠকে ক্রাউন প্রিন্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৯৪ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ওয়াশিংটন সফররত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে আলোচনায় বসেন তারা। বৈঠকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় ও দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রসঙ্গত,২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যা করে সৌদির খুনিরা। এতে ক্রাউন প্রিন্সের হাত ছিল বলে সন্দেহ করা হয়। দুনিয়া কাঁপানো ওই হত্যাকাণ্ডের পর প্রিন্স সালমানের সঙ্গে দূরত্ব তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে ওই ঘটনা ভুলে এখন আবারও প্রিন্স সালমানকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছে মার্কিনিরা।

ফলে ২০১৮ সালের পর এটিই যুক্তরাষ্ট্রে সৌদির ক্রাউন প্রিন্সের প্রথম সফর। সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করার কথা ইতিমধ্যেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের আগে একথা জানিয়েছেন তিনি।

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন। সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, “আমি বলছি, আমরা এটা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।”

এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছিলেন, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তার ভাষায়, “তারা অনেক বিমান কিনতে চায়। তারা আমাকে বিষয়টা দেখতে বলেছে। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়, বরং এর চেয়েও বেশি ধরনের যুদ্ধবিমান কিনতে আগ্রহী।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, তিনি সৌদির কাছে এই যুদ্ধবিমান বিক্রির দিকে ঝুঁকছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনা হবে -ট্রাম্পের সঙ্গে বৈঠকে ক্রাউন প্রিন্স

আপডেটের সময় ০৬:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ওয়াশিংটন সফররত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউজে আলোচনায় বসেন তারা। বৈঠকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয় ও দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রসঙ্গত,২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে হত্যা করে সৌদির খুনিরা। এতে ক্রাউন প্রিন্সের হাত ছিল বলে সন্দেহ করা হয়। দুনিয়া কাঁপানো ওই হত্যাকাণ্ডের পর প্রিন্স সালমানের সঙ্গে দূরত্ব তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে ওই ঘটনা ভুলে এখন আবারও প্রিন্স সালমানকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছে মার্কিনিরা।

ফলে ২০১৮ সালের পর এটিই যুক্তরাষ্ট্রে সৌদির ক্রাউন প্রিন্সের প্রথম সফর। সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করার কথা ইতিমধ্যেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের আগে একথা জানিয়েছেন তিনি।

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন। সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, “আমি বলছি, আমরা এটা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।”

এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছিলেন, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তার ভাষায়, “তারা অনেক বিমান কিনতে চায়। তারা আমাকে বিষয়টা দেখতে বলেছে। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়, বরং এর চেয়েও বেশি ধরনের যুদ্ধবিমান কিনতে আগ্রহী।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, তিনি সৌদির কাছে এই যুদ্ধবিমান বিক্রির দিকে ঝুঁকছেন।

কবির আহমেদ/ইবিটাইমস