ভিয়েনা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৬৪ সময় দেখুন

oplus_0

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘লাল কার্ড’ হাতে নিয়ে ১৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার(১৮ নভেম্বর) টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চালিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর, কদমতলী, মোগলপাড়া, কালিদাসপাড়া, হরিপুর, গুণগ্রাম, ঘাটাইল, বানিয়াপাড়া, ক্যান্টনমেন্ট(পোড়াবাড়ি), পাকুটিয়া ও দেউলাবাড়ি বাসস্ট্যান্ডে ‘লালকার্ড’ হাতে নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে নেতাকর্মীরা ‘বয়কট বয়কট, বহিরাগত বয়কট’, ‘বহিরাগতের ঠিকানা, ঘাটাইলে হবেনা’, ঘাটাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাটি’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় স্থানীয় নেতারা ট্রাকে দাঁড়িয়ে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি তৃণমূলের মতামতকে বিবেচনায় না নিয়ে নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
অথচ তিনি বাসাইলের বাসিন্দা এবং ঘাটাইল উপজেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাকে প্রত্যাখান করেছে। তারা অনতিবিলম্বে ওই মনোনয়ন বাতিল করে ঘাটাইলের সন্তানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন পরিবর্তন করে তারা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেকমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূঞা, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, পৌর যুব দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম ভূঞা,
উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন প্রমুখ।

উল্লেখ, গত ৬ নভেম্বর বিকালে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০৩:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘লাল কার্ড’ হাতে নিয়ে ১৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার(১৮ নভেম্বর) টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চালিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর, কদমতলী, মোগলপাড়া, কালিদাসপাড়া, হরিপুর, গুণগ্রাম, ঘাটাইল, বানিয়াপাড়া, ক্যান্টনমেন্ট(পোড়াবাড়ি), পাকুটিয়া ও দেউলাবাড়ি বাসস্ট্যান্ডে ‘লালকার্ড’ হাতে নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে নেতাকর্মীরা ‘বয়কট বয়কট, বহিরাগত বয়কট’, ‘বহিরাগতের ঠিকানা, ঘাটাইলে হবেনা’, ঘাটাইলের মাটি, আজাদ ভাইয়ের ঘাটি’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় স্থানীয় নেতারা ট্রাকে দাঁড়িয়ে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি তৃণমূলের মতামতকে বিবেচনায় না নিয়ে নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
অথচ তিনি বাসাইলের বাসিন্দা এবং ঘাটাইল উপজেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীরা তাকে প্রত্যাখান করেছে। তারা অনতিবিলম্বে ওই মনোনয়ন বাতিল করে ঘাটাইলের সন্তানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন পরিবর্তন করে তারা বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেকমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ভূঞা, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, পৌর যুব দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম ভূঞা,
উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন প্রমুখ।

উল্লেখ, গত ৬ নভেম্বর বিকালে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এরমধ্যে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
ঢাকা/এসএস