ভিয়েনা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পিপিপি’র ৩০ বছরের চুক্তি সই সোমবার শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না – নেতানিয়াহু তুরস্কের আকাশ থেকে যুক্তরাষ্ট্রে ফেরত ভারতের সামরিক হেলিকপ্টার বহনকারী বিমান টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সজীব ও সম্পাদক নবাব মাভাবিপ্রবিতে মাও. ভাসানীর মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পদোন্নতির দাবিতে সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি শুরু বেনিনে প্রেসিডেন্টের মেয়াদ বাড়ল গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ রাশিয়ার তেল শোধনাগারে হামলা

মাভাবিপ্রবিতে মাও. ভাসানীর মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৫৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা: মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার, ১৬ নভেম্বর ২০২৫, বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী, লেখক ও ‘ফটোজিয়াম’-এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন।

সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। স্বাগত বক্তব্য দেন সেমিনার ও সাময়িকী প্রকাশনা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। আলোচক হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘মাওলানা ভাসানীকে লুকিয়ে ফেলা হয়েছিল। আজকের এই সেমিনার তাঁকে নতুনভাবে স্মরণ করিয়ে দিল। তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা আজ তা থেকে অনেক দূরে অবস্থান করছি। ৫ আগস্টের পর যেই পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা অর্জন করতে হলে ভাসানীর আদর্শে ফিরে যেতে হবে।’

বিশেষ অতিথি নাসির আলী মামুন তাঁর বক্তব্যে মওলানা ভাসানীর সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘অলোকচিত্রশিল্পী হিসেবে তাঁকে বহুবার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তাঁর ব্যক্তিত্ব ও চিন্তার গভীরতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।’

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে মাওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারের শুরুতে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পিপিপি’র ৩০ বছরের চুক্তি সই সোমবার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাভাবিপ্রবিতে মাও. ভাসানীর মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

আপডেটের সময় ০৪:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা: মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার, ১৬ নভেম্বর ২০২৫, বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার হলে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী, লেখক ও ‘ফটোজিয়াম’-এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন।

সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। স্বাগত বক্তব্য দেন সেমিনার ও সাময়িকী প্রকাশনা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। আলোচক হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘মাওলানা ভাসানীকে লুকিয়ে ফেলা হয়েছিল। আজকের এই সেমিনার তাঁকে নতুনভাবে স্মরণ করিয়ে দিল। তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা আজ তা থেকে অনেক দূরে অবস্থান করছি। ৫ আগস্টের পর যেই পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা অর্জন করতে হলে ভাসানীর আদর্শে ফিরে যেতে হবে।’

বিশেষ অতিথি নাসির আলী মামুন তাঁর বক্তব্যে মওলানা ভাসানীর সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘অলোকচিত্রশিল্পী হিসেবে তাঁকে বহুবার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তাঁর ব্যক্তিত্ব ও চিন্তার গভীরতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।’

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে মাওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারের শুরুতে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস