ভিয়েনা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শুক্রবার স্বর্ণের দাম আবার কিছুটা হ্রাস পেয়েছে যুক্তরাজ্যের আশ্রয় নীতিতে বড় ধরনের রদবদল আসছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাংলায় দিক নির্দেশনা আগামীকাল লালমোহনে মেজর অব. হাফিজকে গণসংবর্ধনা দেবে বিএনপি লালমোহনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘গভীর সন্দেহ’ তৈরি হয়েছে : তাহের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আ’লীগ : প্রধান উপদেষ্টা অভিবাসী পুনর্বণ্টনে ইইউর বিশেষ সহায়তা পাবে চার সদস্য দেশ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাংলায় দিক নির্দেশনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর লন্ডনের হিথ্রোতে প্রথমবারের মতৌএবার দেখা গেল বাংলায় লেখা দিকনির্দেশনা

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের (ইউকে) বিভিন্ন বাংলা গণমাধ্যম এতথ্য জানায়। বাংলা গণমাধ্যম আইকে নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি এক গর্বের মুহূর্ত। ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বাংলায় প্রদর্শিত নির্দেশনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

গণমাধ্যমটি আরও জানায়,বুধবার হিথরো বিমানবন্দরের টার্মিনাল ৪–এর ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শিত নির্দেশনায় লেখা ছিল, “অনুগ্রহ করে
আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।” ইংরেজি, আরবি ও হিন্দিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ভাষার সঙ্গে এবার বাংলা ভাষাও যুক্ত হয়েছে।

বাংলা ভাষায় এই দিকনির্দেশনা দেখে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত ও গর্বিত। তাদের মতে, এটি যুক্তরাজ্যে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি, অবদান ও স্বীকৃতির প্রতিফলন।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক আজিজুল ইসলাম খান বলেন, “বিমানবন্দরে বাংলায় দিকনির্দেশনা যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়ের ক্রমবর্ধমান অর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত। শত বছরের বেশি সময় ধরে এই দেশে আমাদের উপস্থিতি ও অবদানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি এটি।”

এর আগেও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলা ভাষার ব্যবহার দৃশ্যমান হয়েছে। ২০২২ সালের মার্চে স্বাধীনতা দিবসের আগে পূর্ব লন্ডনের ব্যস্ত পাতাল রেলস্টেশন ‘হোয়াইটচ্যাপল’-এর প্রবেশপথে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয় ‘হোয়াইটচ্যাপল স্টেশন’।

টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট ও ফুর্নিয়ার স্ট্রিটসহ বেশ কিছু রাস্তায় ইংরেজির পাশাপাশি বাংলায় নাম লেখা রয়েছে। এলাকাটির সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে গড়ে উঠেছে ওসমানী স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুলের মতো প্রতিষ্ঠান।

এছাড়া পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক, ওল্ডহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে রয়েছে আটটি স্থায়ী শহীদ মিনার, যা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদাকে আরও উঁচু করেছে।

কমিউনিটি নেতৃবৃন্দের মতে, হিথরো বিমানবন্দরে বাংলা ভাষায় নির্দেশনা প্রদর্শনের মধ্য দিয়ে যুক্তরাজ্যজুড়ে বাংলা ভাষার দৃশ্যমানতা নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি শুধু ভাষার স্বীকৃতি নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সাংস্কৃতিক সাফল্যের প্রতীকও বটে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শুক্রবার স্বর্ণের দাম আবার কিছুটা হ্রাস পেয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাংলায় দিক নির্দেশনা

আপডেটের সময় ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর লন্ডনের হিথ্রোতে প্রথমবারের মতৌএবার দেখা গেল বাংলায় লেখা দিকনির্দেশনা

ইউরোপ ডেস্কঃ শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের (ইউকে) বিভিন্ন বাংলা গণমাধ্যম এতথ্য জানায়। বাংলা গণমাধ্যম আইকে নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি এক গর্বের মুহূর্ত। ইমিগ্রেশন কাউন্টারের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বাংলায় প্রদর্শিত নির্দেশনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

গণমাধ্যমটি আরও জানায়,বুধবার হিথরো বিমানবন্দরের টার্মিনাল ৪–এর ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শিত নির্দেশনায় লেখা ছিল, “অনুগ্রহ করে
আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।” ইংরেজি, আরবি ও হিন্দিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ভাষার সঙ্গে এবার বাংলা ভাষাও যুক্ত হয়েছে।

বাংলা ভাষায় এই দিকনির্দেশনা দেখে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত ও গর্বিত। তাদের মতে, এটি যুক্তরাজ্যে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি, অবদান ও স্বীকৃতির প্রতিফলন।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক আজিজুল ইসলাম খান বলেন, “বিমানবন্দরে বাংলায় দিকনির্দেশনা যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়ের ক্রমবর্ধমান অর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত। শত বছরের বেশি সময় ধরে এই দেশে আমাদের উপস্থিতি ও অবদানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি এটি।”

এর আগেও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলা ভাষার ব্যবহার দৃশ্যমান হয়েছে। ২০২২ সালের মার্চে স্বাধীনতা দিবসের আগে পূর্ব লন্ডনের ব্যস্ত পাতাল রেলস্টেশন ‘হোয়াইটচ্যাপল’-এর প্রবেশপথে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয় ‘হোয়াইটচ্যাপল স্টেশন’।

টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট ও ফুর্নিয়ার স্ট্রিটসহ বেশ কিছু রাস্তায় ইংরেজির পাশাপাশি বাংলায় নাম লেখা রয়েছে। এলাকাটির সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে গড়ে উঠেছে ওসমানী স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইমারি স্কুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ও কাজী নজরুল ইসলাম প্রাইমারি স্কুলের মতো প্রতিষ্ঠান।

এছাড়া পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক, ওল্ডহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে রয়েছে আটটি স্থায়ী শহীদ মিনার, যা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদাকে আরও উঁচু করেছে।

কমিউনিটি নেতৃবৃন্দের মতে, হিথরো বিমানবন্দরে বাংলা ভাষায় নির্দেশনা প্রদর্শনের মধ্য দিয়ে যুক্তরাজ্যজুড়ে বাংলা ভাষার দৃশ্যমানতা নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি শুধু ভাষার স্বীকৃতি নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সাংস্কৃতিক সাফল্যের প্রতীকও বটে।

কবির আহমেদ/ইবিটাইমস