ভিয়েনা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসুস্থতায় ছেড়ে গেছেন স্ত্রী ! সকলের সহায়তায় বাঁচতে চায় হাসান দেশে আবার বাড়লো স্বর্ণের দাম দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৩,বহু আহত গোপালপুরে নির্বাচন অফিসে হামলা-ভাংচুর, নির্বাচন অফিসারসহ আহত ৩ হঠাৎ কুয়েতের ৯ বিমানের জরুরি অবতরণ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে : মির্জা ফখরুল লালমোহনে পুকুর থেকে পরিচ্ছন্নকর্মীর লাশ উদ্ধার পুলিশের ওপর দোষ চাপানোয় শেখ হাসিনার সমালোচনায় সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৩,বহু আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। প্রচণ্ড শব্দে একের পর এক গাড়ি বিস্ফোরণ। তাতে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লির বিশাল এলাকা

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (১০ নভেম্বর) ভারতের রাজধানীর দিল্লির স্থানীয় সময় ৭টার কিছু আগে দিল্লির লালবাগ কেল্লার কাছে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছের একটি গাড়িতে প্রথমে বিস্ফোরণ ঘটে। পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায় এবং সেগুলো বাজির মতো ফুটতে থাকে। ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দিল্লি প্রশাসন সূত্রে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে,এই দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন। সর্বশেষ ১৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দিল্লি পুলিশ। আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। যার মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

আকস্মিক এই ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দিল্লিতে। ভারতীয় প্রশাসন মনে করছে, কোনও উগ্রবাদী সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এরই মধ্যে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে সমগ্র দিল্লি জুড়ে।

দুর্ঘটনার পর পরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ঘটনাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাস্থলের আশেপাশের বাড়ি ও দোকানপাটের জানালার কাঁচ ঝুরঝুর করে ভেঙে পড়েছে, তীব্রতায় ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে যেতে দেখা যায়।

দিল্লির লাল কেল্লায় এসে ঘটনা সম্পর্কে ব্রিফ করেন দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা। তিনি হতাহতের বিষয়ে তথ্য দেন। তাৎক্ষণিক হাই সিকিউরিটি অ্যালার্ট জারির তথ্য দেন তিনি।

এর কিছুক্ষণ পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করে। এ ছাড়া দিল্লির সব বাস, মেট্রো
ও রেল স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, দিল্রিতে বিস্ফোরণের ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। কাশ্মীরে ধরা পড়া এক চিকিৎসককে জেরা করে এই বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিস পাওয়া যায়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

অসুস্থতায় ছেড়ে গেছেন স্ত্রী ! সকলের সহায়তায় বাঁচতে চায় হাসান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত কমপক্ষে ১৩,বহু আহত

আপডেটের সময় ০৭:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। প্রচণ্ড শব্দে একের পর এক গাড়ি বিস্ফোরণ। তাতে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লির বিশাল এলাকা

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (১০ নভেম্বর) ভারতের রাজধানীর দিল্লির স্থানীয় সময় ৭টার কিছু আগে দিল্লির লালবাগ কেল্লার কাছে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছের একটি গাড়িতে প্রথমে বিস্ফোরণ ঘটে। পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায় এবং সেগুলো বাজির মতো ফুটতে থাকে। ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দিল্লি প্রশাসন সূত্রে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে,এই দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছেন। সর্বশেষ ১৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে দিল্লি পুলিশ। আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। যার মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।

আকস্মিক এই ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দিল্লিতে। ভারতীয় প্রশাসন মনে করছে, কোনও উগ্রবাদী সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এরই মধ্যে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে সমগ্র দিল্লি জুড়ে।

দুর্ঘটনার পর পরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ঘটনাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাস্থলের আশেপাশের বাড়ি ও দোকানপাটের জানালার কাঁচ ঝুরঝুর করে ভেঙে পড়েছে, তীব্রতায় ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে যেতে দেখা যায়।

দিল্লির লাল কেল্লায় এসে ঘটনা সম্পর্কে ব্রিফ করেন দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা। তিনি হতাহতের বিষয়ে তথ্য দেন। তাৎক্ষণিক হাই সিকিউরিটি অ্যালার্ট জারির তথ্য দেন তিনি।

এর কিছুক্ষণ পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করে। এ ছাড়া দিল্লির সব বাস, মেট্রো
ও রেল স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, দিল্রিতে বিস্ফোরণের ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। কাশ্মীরে ধরা পড়া এক চিকিৎসককে জেরা করে এই বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিস পাওয়া যায়।

কবির আহমেদ/ইবিটাইমস