ভিয়েনা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের কেন্দ্রের উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৯ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এর ঝিনাইদহ আঞ্চলিক বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ছাগল ফার্মের পশ্চিমে অবস্থিত নবনির্মিত কেন্দ্র প্রাঙ্গণে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা পর্ব শুরু হয়। এ সময় বক্তারা খাদ্যের গুণগত মান, সঠিকভাবে খাদ্য সরবরাহের পদ্ধতি এবং পণ্যের মানোন্নয়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ডিলার ও কাস্টমারদের উদ্দেশে কোম্পানির কর্মকর্তারা পুষ্টি ও ব্যবস্থাপনা সম্পর্কিত নানা শিক্ষণীয় দিক নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে আফতাব ফিডের জনপ্রিয় কিছু পণ্যের নামও প্রকাশ করা হয়, যার মধ্যে ছিল, আফতাব সোনালী ফিড, ব্রয়লার বুস্টার ক্রাম্বল, ব্রয়লার গ্রোয়ার পিলেট, ব্রয়লার ফিনিশার পিলেট, ম্যাজিক ফিশ ফিড এবং সফল ফিশ ফিডসহ আরও বেশ কিছু উচ্চমানের খাদ্য পণ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিইও মাহাবুবুর রহমান সরকার ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আমাদের লক্ষ্য স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতকে সরাসরি সমর্থন দেওয়া এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, প্রকিউরমেন্ট প্রধান মাজহারুল হুদা লিজান, পুষ্টি প্রধান তানভীর হোসেন, বিতরণ প্রধান আতিকুল ইসলাম, অপারেশনস ডেপুটি ম্যানেজার দাউদে হেলাল ফাহিম এবং সহকারী ব্যবস্থাপক (কৌশল ও ব্যবসা উন্নয়ন) জিওনুজ্জামানসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

তাদের ঐক্যবদ্ধ উপস্থিতি ও দিকনির্দেশনা নতুন কেন্দ্রের কার্যক্রমে গতি আনবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এতে ঝিনাইদহ অঞ্চলের কৃষক ও পশুপালকেরা এখন থেকে আফতাবের সম্পূর্ণ মানসম্পন্ন পণ্য সহজেই পাবেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ লটারির আয়োজন করা হয়, যেখানে তিনজন সৌভাগ্যবান বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের কেন্দ্রের উদ্বোধন

আপডেটের সময় ১২:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

শেখ ইমন, ঝিনাইদহ : দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এর ঝিনাইদহ আঞ্চলিক বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ছাগল ফার্মের পশ্চিমে অবস্থিত নবনির্মিত কেন্দ্র প্রাঙ্গণে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা পর্ব শুরু হয়। এ সময় বক্তারা খাদ্যের গুণগত মান, সঠিকভাবে খাদ্য সরবরাহের পদ্ধতি এবং পণ্যের মানোন্নয়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ডিলার ও কাস্টমারদের উদ্দেশে কোম্পানির কর্মকর্তারা পুষ্টি ও ব্যবস্থাপনা সম্পর্কিত নানা শিক্ষণীয় দিক নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠানে আফতাব ফিডের জনপ্রিয় কিছু পণ্যের নামও প্রকাশ করা হয়, যার মধ্যে ছিল, আফতাব সোনালী ফিড, ব্রয়লার বুস্টার ক্রাম্বল, ব্রয়লার গ্রোয়ার পিলেট, ব্রয়লার ফিনিশার পিলেট, ম্যাজিক ফিশ ফিড এবং সফল ফিশ ফিডসহ আরও বেশ কিছু উচ্চমানের খাদ্য পণ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিইও মাহাবুবুর রহমান সরকার ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আমাদের লক্ষ্য স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতকে সরাসরি সমর্থন দেওয়া এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, প্রকিউরমেন্ট প্রধান মাজহারুল হুদা লিজান, পুষ্টি প্রধান তানভীর হোসেন, বিতরণ প্রধান আতিকুল ইসলাম, অপারেশনস ডেপুটি ম্যানেজার দাউদে হেলাল ফাহিম এবং সহকারী ব্যবস্থাপক (কৌশল ও ব্যবসা উন্নয়ন) জিওনুজ্জামানসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

তাদের ঐক্যবদ্ধ উপস্থিতি ও দিকনির্দেশনা নতুন কেন্দ্রের কার্যক্রমে গতি আনবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এতে ঝিনাইদহ অঞ্চলের কৃষক ও পশুপালকেরা এখন থেকে আফতাবের সম্পূর্ণ মানসম্পন্ন পণ্য সহজেই পাবেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ লটারির আয়োজন করা হয়, যেখানে তিনজন সৌভাগ্যবান বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস