ভিয়েনা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন গ্রেফতার হাদীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতে বিক্ষোভ মিছিল ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

গাজায় গণহত্যা বন্ধে জার্মানির সহায়তা চাইলেন এরদোয়ান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানিকে মানবিক বিপর্যয় রোধে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মের্জ মে মাসে নতুন জার্মান জোট সরকার গঠনের পর প্রথমবারের মতো তুরস্ক সফরে আঙ্কারায় পৌঁছেছেন।

এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে জার্মান চ্যান্সেলরের আগের বক্তব্যের সঙ্গে আমি একমত নই। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু, নারী ও প্রবীণও আছেন।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি সংগঠন হামাসের না আছে পারমাণবিক বোমা, না আছে আধুনিক অস্ত্র—কিন্তু ইসরায়েলের আছে। তারা গতকাল সেগুলো দিয়েই গাজায় আঘাত হেনেছে। জার্মানি, আপনারা কি এটা দেখছেন না?’

তুর্কি প্রেসিডেন্ট জানান, গাজায় পুনরায় গণহত্যা ঠেকাতে আঙ্কারার অবস্থান মের্জের কাছে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি, স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ বলে মত দেন।

এরদোয়ান বলেন, ‘যেভাবে আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই, তেমনি ইসরায়েলের গাজা যুদ্ধেরও অবসান চাই। তুরস্ক ও জার্মানি একসঙ্গে কাজ করলে এ লক্ষ্য অর্জন সম্ভব।’

তিনি আরও জানান, ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক সবসময় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বলেন, ‘আমার পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে যাতে নতুন কোনো সংকট তৈরি না হয়।’

‘গাজায় ত্রাণ পৌঁছানো অত্যন্ত জরুরি’
ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, ‘তারা গাজাকে ক্ষুধার মাধ্যমে ও গণহত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করছে—এবং এটি এখনো অব্যাহত।’

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ৫০০-রও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

এরদোয়ান জানান, তুর্কি রেড ক্রিসেন্ট গাজায় খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না, আর সেখানকার রেড ক্রসও নিরাপত্তা হুমকির মুখে আছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এখন পর্যন্ত আমরা এক লাখ টনের বেশি খাদ্য সহায়তা পাঠিয়েছি, কিন্তু তা যথেষ্ট নয়। নিয়মিত সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।’

তিনি আরও যোগ করেন, ‘গাজায় চলমান গণহত্যা ও পরিকল্পিত ক্ষুধানীতি বন্ধ করতে জার্মান রেড ক্রস ও তুর্কি রেড ক্রিসেন্টকে একসঙ্গে কাজ করতে হবে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় গণহত্যা বন্ধে জার্মানির সহায়তা চাইলেন এরদোয়ান

আপডেটের সময় ১০:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানিকে মানবিক বিপর্যয় রোধে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মের্জ মে মাসে নতুন জার্মান জোট সরকার গঠনের পর প্রথমবারের মতো তুরস্ক সফরে আঙ্কারায় পৌঁছেছেন।

এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে জার্মান চ্যান্সেলরের আগের বক্তব্যের সঙ্গে আমি একমত নই। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু, নারী ও প্রবীণও আছেন।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি সংগঠন হামাসের না আছে পারমাণবিক বোমা, না আছে আধুনিক অস্ত্র—কিন্তু ইসরায়েলের আছে। তারা গতকাল সেগুলো দিয়েই গাজায় আঘাত হেনেছে। জার্মানি, আপনারা কি এটা দেখছেন না?’

তুর্কি প্রেসিডেন্ট জানান, গাজায় পুনরায় গণহত্যা ঠেকাতে আঙ্কারার অবস্থান মের্জের কাছে তুলে ধরেছেন তিনি। পাশাপাশি, স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ বলে মত দেন।

এরদোয়ান বলেন, ‘যেভাবে আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাই, তেমনি ইসরায়েলের গাজা যুদ্ধেরও অবসান চাই। তুরস্ক ও জার্মানি একসঙ্গে কাজ করলে এ লক্ষ্য অর্জন সম্ভব।’

তিনি আরও জানান, ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক সবসময় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বলেন, ‘আমার পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে যাতে নতুন কোনো সংকট তৈরি না হয়।’

‘গাজায় ত্রাণ পৌঁছানো অত্যন্ত জরুরি’
ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, ‘তারা গাজাকে ক্ষুধার মাধ্যমে ও গণহত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করছে—এবং এটি এখনো অব্যাহত।’

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ৫০০-রও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

এরদোয়ান জানান, তুর্কি রেড ক্রিসেন্ট গাজায় খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না, আর সেখানকার রেড ক্রসও নিরাপত্তা হুমকির মুখে আছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এখন পর্যন্ত আমরা এক লাখ টনের বেশি খাদ্য সহায়তা পাঠিয়েছি, কিন্তু তা যথেষ্ট নয়। নিয়মিত সহায়তা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।’

তিনি আরও যোগ করেন, ‘গাজায় চলমান গণহত্যা ও পরিকল্পিত ক্ষুধানীতি বন্ধ করতে জার্মান রেড ক্রস ও তুর্কি রেড ক্রিসেন্টকে একসঙ্গে কাজ করতে হবে।’
ঢাকা/এসএস