শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলা ব্যবসায়ী ঐক্যজোট ও কালচারাল রিফর্মেশন ফোরাম টাঙ্গাইলের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু (৬০)। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের হোটেল আপ্যায়নের সামনে ভিক্টোরিয়া রোডে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ওই রাতে টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভা থেকে ফেরার পথে ছয়জন সন্ত্রাসী রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে লাবুর ওপর অতর্কিত হামলা চালায়।
আত্মরক্ষার জন্য হাতে থাকা ছাতা ব্যবহার করলেও তিনি হামলা থেকে রক্ষা পাননি। হামলাকারীদের কোপে তার ডান হাতের কবজির নিচে ও পায়ে গুরুতর আঘাত লাগে।
রামদায়ের আঘাতে তার ডান হাতের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুতর আহত আবুল কালাম মোস্তফা লাবু জানান, তাকে পূর্ব থেকেই অনুসরণ করা হচ্ছিল। ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, ফলে রাস্তাঘাট ফাঁকা ছিল, এই সুযোগে ছয়জন সন্ত্রাসী তার ওপর প্রাণঘাতী হামলা চালায়। হাতে থাকা ছাতা দিয়ে হামলা ঠেকানোর চেষ্টা করলেও তারা তাকে আহত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি ধারণা করছেন, পূর্বের একটি ঘটনার জের ধরেই এ হামলা হতে পারে। সুস্থ হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ বলেন, “ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















