ভিয়েনা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানীতে তুরস্ক, যুক্তরাজ্য থেকে ইউরো ফাইটার টাইফুন কিনছে, আঙ্কারায় ক্রয় চুক্তি স্বাক্ষরিত টাঙ্গাইলে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য : নৌপরিবহন উপদেষ্টা জুলাই সনদ দিয়ে দায়সারা ভাবে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না : সারজিস আলম যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে : মেজর হাফিজ বিএনপির প্রচার সম্পাদক টুকুর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, থানায় জিডি দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাপ্রধান প্রায় ২৩ ঘণ্টা পর চালু হলো মেট্রোরেল লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য : নৌপরিবহন উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৯৯ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন (ভোলা) : অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি।

তিনি বলেন, ঢাকার সাথে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। এ টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল ইস্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল ইস্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।’

‎সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত। আর নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।’

‎এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ও সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

‎পরে বিকেল ৪টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানীতে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য : নৌপরিবহন উপদেষ্টা

আপডেটের সময় ০১:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন (ভোলা) : অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা। আমরা সেটাই করে যাচ্ছি।

তিনি বলেন, ঢাকার সাথে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। এ টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল ইস্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল ইস্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।’

‎সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার প্রস্তুত। আর নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার শুধু সহযোগিতা করবে।’

‎এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ও সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

‎পরে বিকেল ৪টার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস