কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ রোববার (১৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এক বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর ফলে এশিয়ার প্রতিবেশী এই দুই মুসলিম দেশের সীমান্তে উত্তেজনা হ্রাস পাবে এবং স্থায়ী আঞ্চলিক শান্তির ভিত্তি তৈরি হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় রোববারের আলোচনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পাকিস্তান ও আফগানিস্তান সম্মত হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, উভয় পক্ষ স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতেও সম্মত হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে “নির্ভরযোগ্য ও টেকসই পদ্ধতিতে” যুদ্ধবিরতি বাস্তবায়নের স্থায়িত্ব এবং যাচাই নিশ্চিত করার জন্য উভয় পক্ষই আগামী দিনে ফলো-আপ বৈঠক করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে এই চুক্তি “দুই ভ্রাতৃপ্রতিম দেশের” মধ্যে সীমান্তে উত্তেজনার অবসান ঘটাতে এবং এই অঞ্চলে টেকসই শান্তির জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করতে সহায়তা করবে।
উল্লেখ্য যে,গত শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশে পাকিস্তান বিমান হামলা চালানোর পর সীমান্ত উত্তেজনা আরও বেড়ে যায়, যেখানে কাবুল জানিয়েছে যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এই পরিস্থিতিতে কাতার ও তুরস্ক উভয় দেশের সাথে দ্রুত যোগাযোগ করে এবং উভয় দেশের শীর্ষ নেতৃত্ববেন্দকে দোহায় আমন্ত্রণ জানায়।
কবির আহমেদ/ইবিটাইমস