শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন (ভোলা) : ভোলার চরফ্যাশনে বহুল প্রচারিত দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, প্রেসক্লাব সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, যুগান্তর এর চরফ্যাসন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি ও চরফ্যাসন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম জামাল, মাওলানা রুহুল আমিন এবং কালবেলা’র চরফ্যাসন প্রতিনিধি মাইন উদ্দিন জমাদার প্রমুখ।
অনুষ্ঠানে চরফ্যাসন প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস