ভিয়েনা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনাসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৮৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে যমুনাসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যমুনাসেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় এ অবরোধ চলে প্রায় এক ঘণ্টা ধরে।

জানা গেছে, রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন সংস্কার কমিশন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে পৃথক করে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব দিয়েছে, এমন খবর সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারের কাছে জমা দেওয়া ওই কমিশনের প্রতিবেদনের ১৮৭ ও ১৮৮ নম্বর পৃষ্ঠায় এই প্রস্তাব উল্লেখ আছে।

তবে এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার কোনো সরকারি তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে রোববার সকাল থেকেই ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। জেলা জুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। সোমবার সকাল থেকে ‘ছাত্র-জনতা’ ব্যানারে জেলার কালিহাতী, ভুঞাপুরসহ বিভিন্ন উপজেলা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যমুনাসেতুর পূর্ব প্রান্তে জড়ো হন।

দুপুর ১২টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে উত্তরবঙ্গ ও ঢাকাগামী শত শত যানবাহন আটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন তারা।

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, “বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনাসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ

আপডেটের সময় ০১:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে যমুনাসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যমুনাসেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় এ অবরোধ চলে প্রায় এক ঘণ্টা ধরে।

জানা গেছে, রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন সংস্কার কমিশন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে পৃথক করে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব দিয়েছে, এমন খবর সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারের কাছে জমা দেওয়া ওই কমিশনের প্রতিবেদনের ১৮৭ ও ১৮৮ নম্বর পৃষ্ঠায় এই প্রস্তাব উল্লেখ আছে।

তবে এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন, টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার কোনো সরকারি তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে রোববার সকাল থেকেই ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। জেলা জুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। সোমবার সকাল থেকে ‘ছাত্র-জনতা’ ব্যানারে জেলার কালিহাতী, ভুঞাপুরসহ বিভিন্ন উপজেলা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যমুনাসেতুর পূর্ব প্রান্তে জড়ো হন।

দুপুর ১২টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে উত্তরবঙ্গ ও ঢাকাগামী শত শত যানবাহন আটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন তারা।

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, “বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস