ভিয়েনা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদীদের সিনাগগে হামলায় নিহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২০৩ সময় দেখুন

পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (২ অক্টোবর) ইংল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উত্তর ম্যানচেস্টারের ক্রাম্পসলে হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে লোকজনের ওপর গাড়ি তুলে দেওয়া ও একজনের ছুরিকাহত হওয়ার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়,উত্তর পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

পরে সন্দেহভাজন একজনকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তারা গুলিও ছুড়েছে বলে জানিয়েছে বিবিসি। গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারী নিহত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে বোমাসদৃশ উপাদান থাকতে পারে এমন আশঙ্কায় ওই গুলিবিদ্ধ দেহের কাছে এখনও যাননি পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে
বোমা নিস্ক্রিয়কারী ইউনিট পৌঁছেছে।

ঘটনার পর পরই সিনাগগ ও এর আশপাশেল এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও হামলায় অন্তত তিনজন আহত হয়েছে বলেও জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)।

“ঘটনার সময় উপাসনালয়টিতে প্রার্থনায় অংশ নেওয়া অনেক মানুষকে নিরাপত্তার খাতিরে ভেতরেই আটকে রাখা হয়েছিল। পরে আশপাশের এলাকা নিরাপদ ঘোষণা করা হলে তাদের সরিয়ে নেওয়া হয়,” বলেছে তারা। একে ‘গুরুতর ঘটনা’ আখ্যা দিয়েছেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম।

উল্লেখ্য যে,বৃহস্পতিবার ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপ্পুর, এ উপলক্ষে সিনাগগে লোক সমাগমও বেশি হয়েছিল। তার মধ্যেই এমন হামলার খবর পেয়ে তড়িঘড়ি ডেনমার্ক থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যজুড়ে সব সিনাগগে নিরাপত্তা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদীদের সিনাগগে হামলায় নিহত ২

আপডেটের সময় ০৬:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (২ অক্টোবর) ইংল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উত্তর ম্যানচেস্টারের ক্রাম্পসলে হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে লোকজনের ওপর গাড়ি তুলে দেওয়া ও একজনের ছুরিকাহত হওয়ার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়,উত্তর পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

পরে সন্দেহভাজন একজনকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তারা গুলিও ছুড়েছে বলে জানিয়েছে বিবিসি। গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারী নিহত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে বোমাসদৃশ উপাদান থাকতে পারে এমন আশঙ্কায় ওই গুলিবিদ্ধ দেহের কাছে এখনও যাননি পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে
বোমা নিস্ক্রিয়কারী ইউনিট পৌঁছেছে।

ঘটনার পর পরই সিনাগগ ও এর আশপাশেল এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও হামলায় অন্তত তিনজন আহত হয়েছে বলেও জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)।

“ঘটনার সময় উপাসনালয়টিতে প্রার্থনায় অংশ নেওয়া অনেক মানুষকে নিরাপত্তার খাতিরে ভেতরেই আটকে রাখা হয়েছিল। পরে আশপাশের এলাকা নিরাপদ ঘোষণা করা হলে তাদের সরিয়ে নেওয়া হয়,” বলেছে তারা। একে ‘গুরুতর ঘটনা’ আখ্যা দিয়েছেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম।

উল্লেখ্য যে,বৃহস্পতিবার ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপ্পুর, এ উপলক্ষে সিনাগগে লোক সমাগমও বেশি হয়েছিল। তার মধ্যেই এমন হামলার খবর পেয়ে তড়িঘড়ি ডেনমার্ক থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যজুড়ে সব সিনাগগে নিরাপত্তা বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

কবির আহমেদ/ইবিটাইমস