ঢাকা প্রতিনিধিঃ ভোলা সমিতি ঢাকা’র সদস্য ডাইরেক্টরি কমিটির সভা সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক এর সভাপতিত্বে ২৭ সেপ্টেম্বর ২০২৫,শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটায় সমিতির প্রশাসনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন সমিতির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে সমিতির সিনিয়র সহসভাপতি মাকসুদুর রহমান মালতিয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ব্যাংকার মনিরুল ইসলাম মোস্তাফিজ, সহ সম্পাদক পুলিশ কর্মকর্তা আমজাদ হোসেন হুমায়ুন, মতিঝিল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহ, যাত্রাবাড়ী আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল খায়ের এবং চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মেহেদী হাসান রনভীসহ প্রমুখ।
সমিতির সিদ্ধান্ত মোতাবেক সকল সদস্যদের স্ত্রীকে সদস্য করাসহ ছেলে মেয়েদের সদস্য করতে হবে। আগের প্রকাশিত ডিরেক্টরির ঠিকানা বা পদবি পরিবর্তন করলে সংশ্লিষ্ট কমিটির সাথে যোগাযোগ করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে সমিতি থেকে সুন্দর একটি ডিরেক্টর প্রকাশ করার জন্য লেখা দেওয়া এবং বিজ্ঞাপন প্রদান করার জন্য ভোলা সমিতির সকল আজীবন ও পৃষ্ঠপোষক সদস্য, উপদেষ্টা এবং ব্যবসায়ীদের নিকট বিজ্ঞাপন প্রদান করার দাবি জানানো হয়। এছাড়া সমিতির সভা শেষে সকলের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।
হাফিজা লাকী/ইবিটাইমস





















