ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর সঠিক নয় বলে জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস। গতকাল সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবুধাবির বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দূতাবাসের নজরে এসেছে, ‘বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’ বা সমার্থক বাক্য হেডলাইন করে বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদগুলোতে তথ্যের উৎস হিসেবে কথিত ভিসা প্রসেসিং সেন্টার ওয়েবসাইটের (uaevisaonline.com) কথা উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, দূতাবাস সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, উক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই জাতীয় ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি।
ওই ওয়েবসাইটে লেখা হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডাকে ২০২৬ সালের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে আরব আমিরাত। কর্তৃপক্ষের পরিপত্র অনুযায়ী দেশগুলোর নাগরিকরা বর্তমানে ইউএই ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারছেন না।
আবুধাবির বাংলাদেশ দূতাবাস বলছে, uaevisaonline.com ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় যে, এটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে দেওয়া কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেয়া আছে, তা দুবাইয়ের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস নিশ্চিত করেছে যে, ঠিকানাটিতে ব্যবহার করা বিল্ডিং বা বাসা নম্বরের কোনো অস্তিত্ব নেই। কোম্পানিটির অতীত কর্মকাণ্ডের ওপর কাস্টমার রিভিউ দূতাবাসের কাছে আছে। পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ কাস্টমার আর্থিকভাবে প্রতারিত হয়েছে বলে অভিযোগ করেছে।
ভিসা নিষেধাজ্ঞার মতো সংবেদনশীল খবর প্রচার বা শেয়ারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।
ঢাকা/এসএস