ইবিটাইমস ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যান্ত্রিক ত্রুটির কারণে দুদিন ধরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ১৭৮ জন যাত্রী। ফ্লাইট পরিচালনার সময় থেকে ৩৮ ঘণ্টা পেরিয়ে গেলেও যাত্রী নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ বিমানের দুবাই-সিলেট-ঢাকামুখী ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটি সারিয়ে কখন আসবে বলতে পারছে না সংস্থাটি।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ গত মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিল। যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
তিন দফা ফ্লাইট শিডিউল দিয়েও উড়োজাহাজটির যান্ত্রিক সমস্যা মেরামত করতে পারেনি বলে জানা যায়।
ঢাকা/এসএস