ভিয়েনা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুইজবাড়ি বাজার এলাকায় অবস্থিত লিওন বেকারির ভেতরে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি বেকারিতে ঢুকে পড়ে। তারা মূলত মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে খুঁজছিল। তবে তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনিছুর রহমান উত্তম জানান, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তার দাবি, হত্যাকারীরা তাকে উদ্দেশ্য করে এসেছিল, কিন্তু অনুপস্থিতি টের পেয়ে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পটভূমির কারণে ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা নিয়েও আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষ হলে হত্যার প্রকৃত কারণ পরিষ্কার হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

ইউরোপের অন্য কোনও দেশে রাশিয়ার হামলার ইচ্ছা নেই নিশ্চয়তা পুতিনের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেটের সময় ০৪:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুইজবাড়ি বাজার এলাকায় অবস্থিত লিওন বেকারির ভেতরে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি বেকারিতে ঢুকে পড়ে। তারা মূলত মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে খুঁজছিল। তবে তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনিছুর রহমান উত্তম জানান, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তার দাবি, হত্যাকারীরা তাকে উদ্দেশ্য করে এসেছিল, কিন্তু অনুপস্থিতি টের পেয়ে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পটভূমির কারণে ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা নিয়েও আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষ হলে হত্যার প্রকৃত কারণ পরিষ্কার হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস