শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম ওরফে কর্নেল আজাদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, কর্ণেল আজাদের বিরুদ্ধে সরকারের ডামি নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়া, ‘আয়নাঘর’–এর মাস্টারমাইন্ড বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যবসায়িক অংশীদার হওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা কর্ণেল আজাদ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ব্যবসায় যুক্ত হন। গত বছর থেকে তিনি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং অনুসারী গড়ে তোলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রচারণা শুরু হলে বিষয়টি দলীয় পর্যায়ে তদন্ত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “তদন্তে সব অভিযোগের সত্যতা মেলায় দলের শীর্ষ নেতাদের পরামর্শক্রমে তাঁকে বহিষ্কার করা হয়েছে।”
বহিষ্কারের চিঠির অনুলিপি ধনবাড়ী ও মধুপুর উপজেলা বিএনপিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস
                             শিরোনাম :   
                            
                            টাঙ্গাইলে কর্নেল আজাদকে বিএনপি থেকে বহিষ্কার
-   
EuroBanglaTimes
 - আপডেটের সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
 - ৬১ সময় দেখুন
 
                                 Tag :  
                                                            
							
                            
                                      জনপ্রিয়                                
                                Translate »
																			



















