ভিয়েনা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও খাল-বিল রক্ষায় মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল-বিল ও জলাধার দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বিশেষভাবে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল, ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষার দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও সাংবাদিক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, পরিবেশবিদ ফজলে সানি প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল শহরসহ আশপাশের এলাকাগুলোতে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ধ্বংস ও জলাধার দখল প্রতিনিয়ত বেড়ে চলছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও খাল-বিল রক্ষায় মানববন্ধন

আপডেটের সময় ১২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা, খাল-বিল ও জলাধার দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বিশেষভাবে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল, ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষার দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও সাংবাদিক এডভোকেট খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নাগরিক অধিকার সুরক্ষার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রাজ্য, সদস্য ফরহাদ হোসেন, পরিবেশবিদ ফজলে সানি প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল শহরসহ আশপাশের এলাকাগুলোতে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ধ্বংস ও জলাধার দখল প্রতিনিয়ত বেড়ে চলছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস