ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে রাতের আধারে আখি বেগম।(৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি বেগম ওই গ্রামের তোফাজ্জল হোসের স্ত্রী।
এ ঘটনায় অচেতন থাকা রত্না ও তোফাজ্জল হোসেনকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রাতের যে কোন সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, তবে কি কারনে এ হত্যাকান্ড তা উদঘাটনে তদন্ত করছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
ওসি বলেন, রাতে ঘরের মালিক তোফাজ্জল, তার স্ত্রী আখি বেগম এবং পুত্রবধু রত্না ঘুমিয়ে পড়ে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে প্রাথমিকভাবে কি কারনে এ নৃশংস হত্যার ঘটনা, তা বের হয়নি। তবে আহত দু’জনকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
স্থানীয়দের ধারনা, ডাকাতির উদ্দেশ্যে এসে এই হত্যাকান্ডের ঘটনা।
মনজুর রহমান/ইবিটাইমস
লালমোহনে বৃদ্ধাকে কুপিয় হত্যা, আহত-২
