যাচাই-বাছাই করে জাতীয় পার্টির বিষয়ে পদক্ষেপ: অ্যাটর্নি জেনারেল

ইবিটাইমস ডেস্ক : জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, সেটির আইনি দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

এসময় মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরের ওপর হামলা ন্যাক্কারজনক। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা পুরোনো ইতিহাস উন্মোচন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। জাতীয় পার্টি জুলাই আন্দোলনে আওয়ামী লীগকে সহযোগিতা করে। তাদের পুরোনো ইতিহাস তারা উন্মোচন করেছে। সুতরাং নুরের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ।’
ঢাকা/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »