লালমোহনে কৃতী শিক্ষার্থীদের নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে নিজ গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও সমমান কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেছে গ্রামবাসী।

শনিবার লালমোহন নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির আয়োজনে নয়ানীগ্রামের স্থায়ী বাসিন্দাদের ১৮ জন শিক্ষার্থী এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়ায় গ্রামবাসীদের পক্ষ থেকে সম্মাননতা ক্রেস্ট ও প্রশংসা সনদ তুলে দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন নয়ানী গ্রামের বাসিন্দা লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহিন পাটোয়ারী। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোক্তা শাহিনুল ইসলাম কবির হাওলাদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক, ব্যবসায়ী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি গ্রাম সুন্দর করতে হলে মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে। মেধাবী প্রজন্মরাই সমাজ গঠনে মূল ভিত্তি গড়ে তুলবে। বিভিন্ন সময়ে মাদকের ছড়াছড়ি, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি সমাজ থেকে নির্মূল করতে হলে গ্রামের প্রত্যেক সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিক হতে হবে। লালমোহন নয়ানী গ্রাম একটি ঐহিত্যবাহী গ্রাম। এই গ্রামে যেমন অনেক গুণি রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্ম হয়েছে, তেমনি ডাক্তার, শিক্ষকসহ সরকারি গুরুত্বপূর্ণ পদেও রয়েছে গ্রামের ব্যক্তিরা। এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে গ্রামের শিক্ষার্থীদের এভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »