সিমা বেগম ,ভোলাঃ মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্প আওতায় ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহনের জন্য ১০ জন দলিত নারীদের প্রত্যেকে ৮ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।
আজ সকালে ভোলা শহরের নাগরিক উদ্যোগ কার্যালয়ে নাগরিক উদ্যোগ এর আয়োজনে এ চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নাগরিক উদ্যোগ এর ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ আল ইশতিয়াক মাহমুদ এর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ ভোলা ফিল্ড কো-অর্ডিনেটর স্বপন কুমার দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তয়ন কর্মকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম সহ আরো অনেকে।
ভোলা/ইবিটাইমস/এম আর