লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : শুধু শিক্ষার্থী নয়, এবার অভিভাকদেরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করলেন ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ।
সোমবার (৪ আগস্ট) গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ ও ওই কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ১৬ কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুল জলিল। এছাড়া জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মো. শাহীন আলম সুমন, মাওঃ শরীফ উল্যাহ, মোঃ বরকতউল্যাহ প্রমূখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী আখ্যায়িত করে বক্তারা বলেন, বর্তমানের স্মার্ট ফোনের যুগে শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষকদেরও ভূমিকা নিতে হবে। বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পড়া লেখা না করেও পাস হওয়ার কারণে মেধাবী শিক্ষার্থী কমে গেছে। এই বছর যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে ভবিষ্যতেও এভাবে পরীক্ষা অব্যহত থাকলে প্রকৃত শিক্ষার মান বাড়বে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »