ইবিটাইমস ডেস্ক : বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮১৫ জন এবং বিভিন্ন ঘটনায় ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৬৯ জন। মোট ১৩৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অভিযানে দেশীয় পিস্তল একটি, দেশীয় এলজি একটি, একনলা বন্দুক দুটি, দেশীয় শুটারগান একটি, শর্টগানের গুলি ৪ রাউন্ড, শর্টগানের খোসা ৬ রাউন্ড, রাইফেলের গুলি ৫০ রাউন্ড, রাইফেলের গুলির খোসা ৫৩ রাউন্ড, নিস্কৃয় হ্যান্ড গ্যানেড দুটি।
ঢাকা/এসএস