টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : সারা দেশে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’-এর অংশ হিসেবে টাঙ্গাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কর্মসূচি। এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে এসে প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
রাতেই তারা ভূঞাপুর উপজেলার সন্তোষে অবস্থিত ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাতে অংশ নেন। পরে তারা টাঙ্গাইল সার্কিট হাউসে রাত্রী যাপন করেন।
এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,“মাওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের পথিকৃৎ। আমরা তার আদর্শ ও রাজনীতিকে অনুসরণ করেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করছি।”
পদযাত্রাকে সফল করতে টাঙ্গাইল জেলা এনসিপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হবে। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজকরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »