ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন (ইবিজএ) ইতালির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ভিসেন্সা শহরে অভিষেক, ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি এওয়ার্ড অত্যন্ত জাঁকজমকভাবে সম্পন্ন করেছে
ইউরোপ ডেস্কঃ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উত্তর ইতালির ভেরোনা ও পাডোভা শহরের মাঝে এবং ভেনিসের পূর্বে অবস্থিত ইতালির ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং সংস্কৃতি সমৃদ্ধ ভিসেন্সা (Vicenza) শহরে ইউরোপে বসবাসরত বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন তাদের নতুন কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি এওয়ার্ড অত্যন্ত জাঁকজমকের সাথে সম্পন্ন করেছে।
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এবং সহযোগী হিসাবে ছিলেন মিসেস লিমা আফরোজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভয়েস বাংলার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ ভিসা সংক্রান্ত সমস্যার কারনে শেষ পর্যন্ত ইতালি আসতে পারেন
নি। তবে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র সিলভিউ পারিসে। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের এই
সংগঠনের মাধ্যমে সত্যনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যাগুলো তুলে ধরার আহবান জানান।
এছাড়াও ইবিজেএ এর নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইবিজেএ এর নতুন কমিটির সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান ও অভিষেক অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিসেন্সা, ভেনিস,ও মিলানের স্থানীয় শিল্পীদের সঙ্গীত সহ চ্যানেল আই এর সেরাকন্ঠ তারকা জেসা এবং জার্মান থেকে আগত ব্যান্ড দলের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এরম নব নির্বাচিত সদস্যবৃন্দঃ
■ সভাপতি: হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, জার্মানি)
■ সহ সভাপতি: এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি আই অন টিভি ইউকে, ফ্রান্স)
সহ সভাপতি: শাহীন খলিল কাউছার (জিটিভি, ইতালি)
■ সাধারণ সম্পাদক: এসকে এমডি জাকির হোসেন সুমন (যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠ, ইতালি)
■ যুগ্ম সম্পাদক: জহিরুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর, এবং সম্পাদক ও প্রকাশক দ্যা ইকোনমিস্ট ২৪ ডট কম, গ্রিস)
■ সহ সম্পাদক: রহমান মাহবুবুর (ফ্রান্স দর্পণ, সুইজারল্যান্ড)
■ অর্থ সম্পাদক: মোহাম্মদ উল্লাহ সোহেল (বাংলা ভিশন, ইতালি)
■ সহ অর্থ সম্পাদক: মোহাম্মদ তাহির হোসেন (দৈনিক মানবকন্ঠ, পর্তুগাল)
■ সাংগঠনিক সম্পাদক: জিয়াউর রহমান খান সোহেল (স্বদেশ বিদেশ ও এমকে টেলিভিশন,ইতালি)
■ দপ্তর সম্পাদক: ইসমাইল হোসেন স্বপন (দৈনিক কালবেলা ও এনটিভি ইউকে,ইতালি)
■ আন্তর্জাতিক সম্পাদক: কবির আহমেদ (টিভি ওয়ান ইউকে ও ইউরো বাংলা টাইমস,অস্ট্রিয়া)
■ প্রচার সম্পাদক: শাহ্ সোহেল (সম্পাদক বাংলা টেলিগ্রাম, ফ্রান্স)
■ সাহিত্য সম্পাদক: কাজী মাহফুজ রানা (চ্যানেল প্রবাহ ও নিউজ টোয়েন্টিফোর, আয়ারল্যান্ড)
■ মহিলা সম্পাদক: নাজনীন আখতার (আই অন টিভি ইউকে,ইতালি)
■ সাংস্কৃতিক সম্পাদক: খন্দকার মেভিজ পরমা (বিডি নিউজ ইউরোপ,গ্রিস)
■ ক্রীড়া সম্পাদক: নজরুল ইসলাম বিপ্লব (এভিয়েশন নিউজ,জার্মানি)
■ অভিবাসন সম্পাদক: কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (মাইগ্রেশন বাংলা ও এসএ টেলিভিশন,গ্রিস)
■ সমাজ কল্যাণ সম্পাদক: সাবুল আহমেদ (ম্যাপ টিভি ও প্রতিদিনের বাংলাদেশ, ফ্রান্স)
■ সম্মানিত সদস্য: বিটু বড়ুয়া (সময় টিভি, ফ্রান্স)
■ সম্মানিত সদস্য: মাহবুবুর রহমান (এডিটর ইন চীফ, ইউরো বাংলা টাইমস, অস্ট্রিয়া)
■ সম্মানিত সদস্য: ফাহিম হোসেন মুন্না (মাইগ্রেশন টেলিভিশন, ইতালি)
উপদেষ্টামন্ডলী:
■ প্রধান উপদেষ্টা: মাহবুবুর রহমান (অস্ট্রিয়া)
■ উপদেষ্টা: সফিকুল ইসলাম (জার্মানি)
■ উপদেষ্টা: সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি)
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর