শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে থানায় এবং পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক অসহায় নারী। অভিযোগে নাগরপুর বাজারের ব্যবসায়ী রুবেল সরোয়ারকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের মৃত গফুর মোল্লার মেয়ে মনিরা আক্তারের সঙ্গে ১৩ বছর আগে ইসমাইল হোসেন নামে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত। কন্যা সন্তান জন্ম নেওয়ার পর সেই অশান্তি আরও বাড়ে। একপর্যায়ে মনিরা মেয়েকে নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন। দীর্ঘদিন স্বামী কোনো খোঁজ না নেওয়ায় মনিরা নাগরপুর বাজারে একটি মার্কেটের দ্বিতীয় তলায় কাপড়ের ব্যবসা শুরু করেন।
উক্ত মার্কেটের নিচতলায় এক্সপোর্ট কাপড়ের ব্যবসা করতেন রুবেল সরোয়ার। একই মার্কেটে ব্যবসা করায় রুবেলের সঙ্গে মনিরার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রুবেল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আগের স্বামীকে তালাক দিতে বলেন। তালাকের পর রুবেল স্থানীয় মাতাব্বর ও মৌলভীর মাধ্যমে মৌখিকভাবে ১০ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন এবং ঢাকার উত্তরায় নিয়ে গিয়ে দাম্পত্য জীবন শুরু করেন।
উত্তরায় বসবাসকালে মনিরা তার জমানো ৫ লাখ টাকা রুবেলকে দেন। কিছুদিন পর কাবিননামা চাইলেও রুবেল সময়ক্ষেপণ করতে থাকেন এবং হঠাৎ টাঙ্গাইলে ফিরে আসেন। পরে মনিরা খোঁজ নিয়ে জানতে পারেন, রুবেল বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। এ বিষয়ে কথা বলতে মনিরা রুবেলের বাড়িতে গেলে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে তার সাথে থাকা ২৩ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং ১১ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মনিরা আক্তার সুষ্ঠু বিচার এবং নিজেকে রুবেলের স্ত্রী হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস