ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে সরাসরি সহায়তা হিসেবে প্রায় ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশের হাইকমিশনার সুসান রাইলি।
বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপির বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পের অধীনে অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পরে সাংবাদিকের সাথে ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ব্যালট প্রজেক্টে মোট ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে দেশটি। নির্বাচনের জন্য ১৬টি কমপোন্টেট আছে। এই ১৬টির মধ্যে অর্থায়নের বিষয়ে ইউএনডিপির সাথে আলোচনা হয়েছে এর মধ্যে অস্ট্রেলিয়ার ২ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস