জাতিসংঘের নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সদস্যদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

ইবিটাইমস ডেস্ক : জোরপূর্বক বা ইচ্ছার বিরুদ্ধে নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে কাজ করা জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের (WGEID) ভাইস-চেয়ারপারসন গ্রাযিনা বারানোভস্কা এবং সদস্য আনা লরেনা ডেলগাদিয়ো পেরেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী।

সোমবার (১৬ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৪ দিনের এই সফরে WGEID প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত ইস্যু মোকাবেলায় গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেন।

তারা বাংলাদেশকে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস’ (ICPPED)-এ যুক্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানান। এছাড়া নিখোঁজ বিষয়ক তদন্ত কমিশনের (COI) কার্যক্রম ও অঙ্গীকারেরও প্রশংসা করেন তারা।

বৈঠকে WGEID প্রতিনিধিরা তাদের ম্যান্ডেট কীভাবে বাংলাদেশের সরকারের প্রচেষ্টাকে আরও সহযোগিতা করতে পারে, তা বোঝার আগ্রহ প্রকাশ করেন। তারা সরকারের চেষ্টাকে আরও কার্যকর করতে সহায়তা ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহও ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব সরকারের মানবাধিকার রক্ষা, সুরক্ষা এবং উন্নয়নে অটল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নিখোঁজদের ন্যায়বিচার নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তিনি WGEID-এর সহায়তা এবং কারিগরি সহায়তা এগিয়ে নিতে স্বাগত জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »