ভিয়েনা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে অবতরণ করেছে লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন গ্রেফতার হাদীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলে জামায়াতে বিক্ষোভ মিছিল ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বসবেন যারা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার (২৫ মে) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি প্রধান অতিথি ভবন যমুনায় দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফায় বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফায় বিকেল ৬টায় আলাদা আলাদা সময়সূচিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম দফায় যারা অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস, এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।

দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন দেশের ইসলামি ধারার কয়েকটি দলের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুসা বিন ইজহার ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নিজামে ইসলাম পার্টির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো এবং সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক ও ধর্মীয় উভয় পক্ষ থেকেই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক করার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক দলকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন সময়মতোই হবে—না আগে, না পরে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বসবেন যারা

আপডেটের সময় ১২:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ইবিটাইমস ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক আজ রোববার (২৫ মে) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি প্রধান অতিথি ভবন যমুনায় দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফায় বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফায় বিকেল ৬টায় আলাদা আলাদা সময়সূচিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম দফায় যারা অংশ নেবেন, তাদের মধ্যে রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, এবি পার্টির সদস্যসচিব মুজিবর রহমান মঞ্জু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ভাসানী অনুসারী পরিষদের নেতা খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনএফ নেতা টিপু বিশ্বাস, এবং গণ অধিকার পরিষদের নেতারা হাসনাত কাইয়ুম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও শেখ রফিকুল ইসলাম বাবলু।

দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেবেন দেশের ইসলামি ধারার কয়েকটি দলের শীর্ষ আলেম ও নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুসা বিন ইজহার ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নিজামে ইসলাম পার্টির মাওলানা রেজাউল করিম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো এবং সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক ও ধর্মীয় উভয় পক্ষ থেকেই নির্বাচন প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক করার আহ্বান আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাতে (২৪ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে পৃথক বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রত্যেক দলকে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন সময়মতোই হবে—না আগে, না পরে। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে।

ঢাকা/ইবিটাইমস/এসএস