শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভুঁইয়ার পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক নয়া দিগন্ত পাঠক ফোরামের পক্ষ থেকে বুধবার (৭ মে) আসরবাদ চরফ্যাশন সরকারী কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নয়া দিগন্ত পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, নয়া দিগন্ত পাঠক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, চরফ্যাশন প্রেসক্লাবের সম্পাদক কামাল গোলদার প্রমুখ।
পরে চরফ্যাশন সরকারী কলেজের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মোনাজাতে অংশ নেন চরফ্যাচন প্রেসক্লাব সহ সভাপতি কামাল মিয়াজী, এম আবু সিদ্দিক, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা, নোমান সিকদার, সোহেব চৌধুরী, নুরুল্লা ভুঁইয়া ও তসলিম আখন প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস