হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ডাকাতরা হল, জেলার বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের আমান উল্লার ছেলে মানিক মিয়া (৩০) একই গ্রামের সঞ্জব আলীর ছেলে মনির মিয়া (২৪)।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, মঙ্গলবার মধ্য রাতে ধুলিয়াখাল মিরপুর সড়কে নোয়াবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাতদল। এসময় স্থানীয় কয়েকজন বিষয়টি আচ করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে দুই ডাকাতকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।
তিনি জানান, ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নত ডাকাত। পালিয়ে যাওয়া অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস



























