সারা বিশ্বের অশান্তির মূলহোতা আমেরিকা : মুফতি রেজাউল করিম

শেখ ইমন, ঝিনাইদহ : বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয় পার্টি যে নীতি আদর্শ ও প্রচলিত গনতন্ত্র বাস্তবায়ন করতে চায়, এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়। এই নীতি আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে আমেরিকায় দেখা যেত। কিন্তু সবচেয়ে বেশি অশান্তির আগুন সেই দেশেই জ্বলছে। এমন নীতি আদর্শের মাধ্যমে মানুষ পশুর চেয়েও খারাপ হয় বলে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শহীদ মিনার চত্বরে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরো বলেন,ইসরাইলসহ সারা বিশ্বের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে এর মুল হোতা আমেরিকা। তাই রাষ্ট্রীয়,সামাজিক ও ব্যক্তি পর্যায়সহ সর্বত্র ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকার আহবান জানান।

জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন,তথ্য ও গবেষনা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল,জেলা সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »