ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে অভয়াশ্রম অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল জব্দ করা হয়। এরমধ্যে ২০ হাজার মিটার ধরাজাল এবং ১৬ হাজার মিটার টাইগার জাল রয়েছে। পরে রাতেই এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া অভিযানে ২০ কেজি জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির আরও দুই মণ মাছও জব্দ করা হয়। এসব মাছ স্থানীয় কয়েকটি এতিমখানাসহ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী নূরনবী ও অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস