বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসার লক্ষ্যে ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে রোগীদেরকে পরীক্ষা করে যাদের চোখে ছানি পড়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন ও বিনামূল্যে বিদেশী লেন্স পড়ানো হবে।
মঙ্গলবার সকাল ১০টায় গ্রামীণ পিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় ও অসীমাঞ্জলী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী পাবলিক হরিসভা প্রাঙ্গণে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বােধন করেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ঝালকাঠির অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার অসীমকুমার সাহা।
পাবলিক হরিসভা মন্দিরের সভাপতি প্রকৌশলী অসিত বরণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সুভাষ বিশ্বাস, ডাক্তার আশিকুল ইসলাম বরিন, গ্রামীণ পিসি চক্ষু হাসপাতালের প্রোগাম অফিসার জি এম ইমরান ও প্রত্যয় যুব সংঘের হৃদয় কর্মকার ব্ক্তব্য রাখেন।
পরে ক্যাম্পে শতাধিক রোগীর পরীক্ষা শেষে ২৫ জন ছানি রোগী বাছাই করে তাদেরকে বিনামূল্য চিকিৎসা প্রদানের লক্ষ্যে গ্রামীণ পিসি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস