ভিয়েনা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা সিরাজুলের জানাজা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
গতকাল (সোমবার) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সৈয়দ সিরাজুল ইসলাম (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৪৯ সালে মাগুরা জেলার সদর থানার বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, মরহুমকে আজ (মঙ্গলবার) বালিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বীর মুক্তিযোদ্ধা সিরাজুলের জানাজা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ইবিটাইমস ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম (৭৫) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
গতকাল (সোমবার) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সৈয়দ সিরাজুল ইসলাম (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর পুলিশ কমিশনার ছিলেন। কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৪৯ সালে মাগুরা জেলার সদর থানার বালিয়াডাঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, মরহুমকে আজ (মঙ্গলবার) বালিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস