ইবিটাইমস ডেস্ক: ঢাকাস্থ লালমোহন ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা নয়াপল্টনের ইসলামী ব্যাংক হাসপাতালের হলরুমে ঢাকাস্থ লালমোহন ফোরামের শুভাকাঙ্ক্ষী এবং সদস্যদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লালমোহন ফোরামের সভাপতি কাজী মোঃ শাহে আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ভোলা ফোরামের জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন ফোরামের সহ-সভাপতি আলমগীর হোসেন সোহাগ।
ইফতার মাহফিলে ফোরামের উপজেলা নেতারা, ইউনিয়ন প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করে অনুপম শিল্পীগোষ্ঠির সহকারি পরিচালক জুবায়ের।
পরে ফোরামের উপজেলা সভাপতি লালমোহন ফোরামের ৪৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন সভাপতি কাজী শাহে আলম, সহ-সভাপতি আলমগীর হোসেন সোহাগ, শামসুদ্দিন, রায়হান মাহমুদ। সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী, সহ সেক্রেটারি শাহাবুদ্দিন শিহাব, আবুল হাসনাত হাসনাইন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। সাংগঠনিক সেক্রেটারি আয়ান মাহমুদ, ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, মিজানুর রহমান সিনহা ও জাফর উল্লাহ।
ঢাকা/ইবিটাইমস/এসএস






















