ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯) আহত হয়েছেন। শুক্রবার (০৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির অভিযোগ, তিনি ওই রাতে তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার পর ৫-৭ জন যুবক লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিদকেও মারধোর করে হামলাকারীরা। হামলায় সানির পিঠ ও হাত এবং তার ভাইয়ের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহত দুইজনের মধ্যে সানির অবস্খা গুরুতর।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবাহান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে।
স্থানীয় একাধীক সূত্র জানান, বৈষমৗ বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দীর্ঘ দিন ধরে একটি কিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে এ সংঘর্ষ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস