টাঙ্গাইল প্রতিনিধিঃ স্থানীয় ডাকাত দলের সহায়তায় আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যরা টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের ৪টি বাসে ডাকাতি করে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী আন্তঃ জেলা একটি ডাকাত দলের প্রধান আয়নাল হোসেন। তিনি রবিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাতি করতে গিয়ে ৪ সহযোগিসহ গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় ১১ জন গ্রেপ্তার হলো।
পুলিশ তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ৪ জন বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সোমবার দুপুরে তার কার্যলয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তেঁতুলিয়ায় গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইলে এনে ঘাটাইলে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হবে। পুলিশ সুপার জানান, গত ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ৪টি বাস নিয়ে নাটোরের একটি পার্কে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছায়। এ সময় ওই বাসগুলোতে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের আব্দুল আলেকের ছেলে মোঃ আয়নাল হক-১ (৩৭), মিন্নত আলীর ছেলে মোঃ ফজলুল (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক-২ (৩৭) এবং একই উপজেলার মালিরচালা পাহাড়িয়া পাড়া গ্রামের আরফান আলীর ছেলে নাসির (৩৫) গত ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে। পরে আদালতের অনুমতি নিয়ে তাদের বৃহস্পতিবার ডাকাতির শিকার কয়েকজনের সামনে হাজির (টিআই প্যারেট) করা হয়। তারা ৪ জনই ডাকাতিতে অংশ নিয়েছে বলে সনাক্ত হয়।
এদিকে বৃহস্পতিবার গাজীপুর এলাকা থেকে এই ঘটনার জড়িত থাকার সন্দেহে শরিফুল ইসলাম ওরফে শরিফ (১৯) এবং রুপম চন্দ্র ভাট (২৪) নামক দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঘাটাইল থেকে লুন্ঠিত একটি মুঠোফোন সেট ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদকালে তাদের কাছে জানা যায়, গ্রেপ্তারকৃত শরিফের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তার বাবা আয়নাল হোসেন (৪৫) একটি আন্তঃ জেলা ডাকাত দলের প্রধান। বিভিন্ন জেলায় গিয়ে স্থানীয় ডাকাত দলের সদস্যদের সহায়তায় ডাকাতি করে থাকে।
এ তথ্য পাওয়ার পর রোববার তথ্য প্রযুক্তি ও তথ্যদাতা (সোর্সের) মাধ্যমে জানতে পারে আয়নাল ও তার দল রংপুরে অবস্থান করছে। তাদের গ্রেপ্তারের উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল রোববার রাতে রংপুরে পৌঁছে। এ সময় তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধম্যে তারা জানতে পারে আয়নাল ও তার দল পঞ্চগড়ে একটি বাড়িতে ডাকাতি করছে। বিষয়টি অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা টাঙ্গাইলের পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ সুপার পঞ্চগড়ের পুলিশ সুপারকে তথ্যটি জানান। এ তথ্য পাওয়ার পর পঞ্চগড় পুলিশের একটি দল তেঁতুলিয়ার আজিজ নগর থেকে আয়নালসহ ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- শরিফুল (২৮), হাসানুল (৪১), আনোয়ার (৪২) ও তৌহিদুল (৪০)। তেঁতুলিয়ায় ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল এনে ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনার পর ঘাটাইল থানায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মামলা দায়ের করা হয়। সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে। ডাকাতরা ১০টি মুঠোফোন সেট এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুন্ঠন করেছে বলে মামলায় অভিযোগ করা হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস