টাঙ্গাইলে বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর দুই আসামীর স্বীকারোক্তিমুলক জবানবন্দি, আরেক জন ৫ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর মামলায় তিন আসামীর মধ্যে দুইজন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে অপর আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে সিনিয়র জুডিুশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদের হাজির করা হলে সন্ধায় বিচারক নওরিন করিম এ আদেশ দেন।

এর আগে আন্তঃ জেলা ডাকাত দলের ৩ সদস্যকে শুক্রবার সন্ধায় সাভার উপজেলার টান গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে  শহিদুল ইসলাম মুহিত (২৯), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের  ইসমাইল মোল্লার ছেলে  মো. সবুজ (৩০) ও ঢাকা জেলার সাভার উপজেলার টান গেন্ডা ৯ নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. শরীফুজ্জামান শরীফ (২৮)।

গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর দুই আসামী সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।

পুলিশ সুপার জানান, এই ঘটনায় প্রথমে বাসের চালক, সুপারভাইজারও হেলপারকে আটক করা হয়। কিন্তু পরে তারা জামিনে ছাড়া পায়। এছাড়া মির্জাপুরের ডিউটি অফিসার এ এস আই আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, দুই মহিলা যাত্রীকে ধর্ষনের কথা শোনা গেলেও এ ব্যপারে নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছেনা। বিষয়টি তদন্তাধীন। তবে ওই মহিলা দু’জন শ্লীলতাহানির শিকার হয়েছেন।

উল্লেখ্য,গত ১৭ ফেব্রুআরি রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাসে যাত্রা করেন। পরে রাত পৌনে দুইটার দিকে বাসটি গাজীপুরে কালিয়াকৈর পার হলে টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া ফুটওভার ব্রীজের নিকট পৌছোলে ৬/৭ জনের ডাকাত দল বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের কাছে থেকে মোট ৫লক্ষ ২৪ হাজার ৬শত টাকা লুটে নেয় ও দুই মহিলা বাসযাত্রী শ্লীলতাহানীর শিকার হন। গত শুক্রবার রাতে বাসে ডাকাতির শিকার ওমর আলী নামের এক যাত্রী মির্জাপুর থানায় বাদী হয়ে মামলা করেন। শুক্রবার সন্ধ্যায় সাভার উপজেলার টান গেন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »