ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় প্রবীন নারী-পুরুষদের মাঝে চিকিৎসা সেবার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলার বাখরবা গ্রামের সিদ্দিকা উকিল নূরানী হাফেজিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গনে অবিরাম উন্নয়ন বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এ অর্থ প্রদান করা হয়। এতে সংগঠনের সভাপতি উজ্জ্বল আলী,সাধারন সম্পাদক রাব্বি বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেসময় ওই গ্রামের প্রায় ৫০ জন প্রবীন অসহায় দুস্থদের চিকিৎসা বাবদ অর্থ প্রদান করা হয়। নগদ অর্থ পেয়ে খুশি প্রবীনরা।
এ ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যহত থাকবে বলে অবিরাম উন্নয়ন বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল আলী বলেন,গরীব ও অসহায়দের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। যাতে তারা এই টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে।
শেখ ইমন/ইবিটাইমস